নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানি থেকে তিন মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অবুঝ ওই শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকালে উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তানজিলা খাতুন ওরফে টিয়া পাখি। তার বয়স প্রায় তিন মাস বলে জানা গেছে। তানজিলা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার জামিরা গ্রামের তুষার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম টেনুর পালিত কন্যা তারিন বেগম সিজারের মাধ্যমে শিশুটির জন্ম দেন। ওই শিশুর জন্মের পর থেকে তারিন বেগম পালিত বাবার বাড়ি বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামেই থাকেন। শনিবার বিকালে শিশু তানজিলার নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। নিখোঁজ হওয়ার ঘন্টা খানেক পর তাজুল ইসলামের বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ খবর জানতে পেরে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সোয়া ৭ টা) পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলেন এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন। তবে কিভাবে তিন মাসের শিশু পুকুরের পানিতে পৌঁছালো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থল প্রাথমিকভাবে তদন্তকারী বাগাতিপাড়া মডেল থানার এসআই তারেকুল ইসলাম জানান, পুকুরের পানি থেকে তিন মাস বয়সের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এতো ছোট শিশু কিভাবে পুকুরের পানিতে গেল তা নিয়ে সন্দেহ রয়েছে।
এ বিষয়ে ওসি আব্দুল মতিন শিশুটির মা-বাবাসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। পরিবারের লোকজন বলছেন পুলিশ বলেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওসি আব্দুল মতিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …