সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাগাতিপাড়ায় তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজোলার তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বাগাতিপাড়া, ফাগুয়ারদিয়ার ও দয়ারামপুর ইউনিয়নে এই রাস্তাগুলো নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের সড়ক যোগাযোগ ও নির্মাণ অবকাঠামোসহ নানাবিধ প্রকল্প হাতে নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় লালপুর-বাগাতিপাড়ায় কাজ শুরু হয়েছে। সরকারের এই মেয়াদেই দুই উপজেলার সকল কাচা রাস্তাঘাটের নির্মাণ সম্পন্ন হবে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …