নিজস্ব প্রতিদেক,বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রনি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পাকা ইউনিয়নের গাওপাড়া এলাকার নাসির উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অনুমানিক সাড়ে তিনটার দিকে গাওপাড়া হফেজিয়া মাদ্রাসা এলাকায় ট্রেনে কাটা পড়া ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। আরো জানা যায়, দীর্ঘদিন থেকে রনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তাকে বাড়িতে শেকলে বেঁধে রাখা হতো। বাবা নাসির ধান কাটার কাজে বিলে যাওয়ায় পরিবারের লোকজন তাকে মুক্ত করে রেখেছিলেন। ঘটনার দিন দুপুরের দিকে রেল লাইনে গেলে সেখানে রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রনি।
বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …