সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজসব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পূর্বে উপজেলার ঠেংগামারা রেলগেট ও স্বরুপপুর রেলগেটের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।

মালঞ্চি রেল স্টেশনের কী-ম্যান মোস্তাক আহম্মেদ জানান, মালঞ্চি রেলস্টেশন থেকে আড়াই কিলোমিটার উত্তরে ফাঁকা স্থানে ট্রেনে কেটে মৃত্যুর এই ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়তে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। অজ্ঞাত মৃত ব্যক্তির শরীরে কালো রঙের শীতের পোশাক ও পরনে সিটের প্যান্ট ছিল।

এসংবাদ লিখা পর্যন্ত (৭.৩০ মিনিট) সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। মরদেহ মালঞ্চি রেল ষ্টেশনের কী-ম্যান মোস্তাক আহম্মেদসহ নিকটতম দুই গেটম্যান পাহারায় ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …