নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৫৫) নামের মালয়েশিয়া ফেরত এক প্রবাসী ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টেটনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার টেটনপাড়া ধুলাউড়ি গ্রামের আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া ফেরত আইয়ুব আলী এক বছর পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্থ হন। এরপর থেকেই তিনি কানে কম শুনতেন এবং কথাও বলতে পারতেন না। তাছাড়া তিনি খুড়িয়ে হাঁটতেন। শনিবার দুপুরে পাশের দোকানে চা পান করে রেলের ওপরে উঠেন। সে সময় নাটোর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …