নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল রাস্তায় না নামাতে হুঁশিয়ারি দিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। বৃহস্পতিবার সকালে ট্রাফিক পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারী দেন।
হেলমেট-কাগজপত্র নিয়ে মোটরসাইকেল চালানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সমস্যা থাকলে অটো-সিএনজিসহ বিকল্প উপায়ে চলুন। এর আগে ট্রাফিক পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে মডেল থানার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মালঞ্চি বাজার তিন মাথা মোড় থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, মালঞ্চি বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নাসির, উপজেলা ক্রিড়া সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ট্রাফিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল রাস্তায় না নামাতে ওসি’র হুশিয়ারী
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …