রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন

বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কাদিরাবাদ(দয়ারামপুর) কিউ ক্লাব এন্ড ক্যাফেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর ও ইমাম সমিতির সভাপতি একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মীর নুরুন্নবী।এছাড়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মমতাজ আলীসহ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার এবং সাধারণ সম্পাদক শাহীন আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, মন্ডপ পাহারা নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের কু-মন্তব্য করে চলেছে। তাদের বলতে চাই, আমরা দুর্গাপূজার মন্ডপে পূজা করতে যায়নি। জামায়াতকে নিয়ে মন্ডপ ভাঙার দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্র যেন বাস্তবায়ন করতে না পারে সে-কারণেই এবারের দুর্গাপূজার মন্ডপগুলো পাহারা দিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসব কু-মন্তব্যকে কোরআন হাদিসের আলোকে প্রতিহত হরা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …