বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
‘সেবা ও প্রগতির বিশেষজ্ঞ নির্মাতা, উন্নয়ন ও উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের  আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে ওই স্থানেই বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। ইউএনও নীলুফা সরকার এর সভাপতিত্বে উন্নয়ন মেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, পৌর মেয়র এ,কে,এম শরিফুল ইসলাম লেলিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান এসএম লেলিন, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …