নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ……..নাটোরের বাগাতিপাড়ায় জাটকা ইলিশ বিক্রির দায়ে রিপন হালদার (৪২) নামের এক মাছ বিক্রেতার জাটকা মাছ জব্দ করে দু’ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে পৌরসভার বিহারকোল বাজারে এঘটনা ঘটে। এসময় জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইনে,ওই ব্যবসায়ীর ২ কেজি ৮শ গ্রাম ইলিশ মাছ জব্দ করে ,দু হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজ’র ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আরিফুল ইসলাম তপু।
প্রসঙ্গত, জব্দকৃত মাছ উপজেলার গালিমপুর হাফিজিয়া মাদ্রাসায় দান করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …