নিজস্ব প্রতিবেদক
নাটোরে বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেত্রীবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম শাহাদত হোসেন রাজিব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী শেখ সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কারো চাপিয়ে দেওয়া নেতৃত্ব মেনে নেবে না বাংলাদেশ ছাত্রলীগ।সংগঠনের গঠনতন্ত্র অমান্য করে ছাত্র রাজনীতি যারা করতে চাইবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। উল্লেখ্য, জেলা ছাত্রলীগের অভিযোগ তাদের সিদ্ধান্ত অমান্য করে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি।সম্মেলনে আতিক হাসান বিদ্যুৎকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে এই কমিটি ঘোষণাকে গঠনতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে রবিবার জেলা ছাত্রলীগ নাজমুল হাসান নাহিদকে সভাপতি ও শিহাব মাহমুদ সোহাগ সাধারণ সম্পাদক করে একটি পাল্টা কমিটি ঘোষণা করে। রবিবার সন্ধ্যায় বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া বাজারে দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগ অনুমোদিত কমিটির সভাপতি-সম্পাদকসহ ৪ জন আহত হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …