বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগাতিপাড়ায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজ, অস্ত্রধারীদের গ্রেফতার ও সাব রেজিষ্ট্রী অফিসের সামনে দলিল লেখক ও পৌর যুবলীগ নেতা মিজানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার মালঞ্চি বাজারে মানববন্ধন করেন দলিল লেখক ও পৌর যুবলীগ।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ জিন্নাত আলী, পৌর যুবলীগের নেতা মিজানুর রহমান, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন সরদার, সদস্য আবু বাক্কার সিদ্দিকী, আলফাজ উদ্দিন ও রিয়াজুল ইসলাম সরকারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমরা দলিল লেখক সমিতিকে চাঁদাবাজমুক্ত দেখতে চাই। এখানে বহিরাগতরা এসে কেন হামলা করবে আমরা এর বিচার চাই।

উল্লেখ্য, গত রোববার(২২ জানুয়ারী) বাগাতিপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলিল লেখকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হন। এ দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠনের জটিলতা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। রোববার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটি চালুর বিষয়ে কথা কটাকাটি হয় এক পক্ষের। কথা কাটাকাটির এক পর্যায়ে কমিটির অপর পক্ষের কিছু সদস্য ও কিছু বহিরাগতরা অতর্কিত হামলা চালায় আহতদের উপরে। এমন ঘনটায় কমিটির সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …