নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে দু’টি ষাঁড় চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ঘোরলাজ মহল্লায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক নূরুজ্জামান টগর থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগেও একই এলাকায় বিশেষ কায়দায় পাকা দেয়ালের ইট খুলে গরু চুরির পর এলাকাবাসীর ধাওয়ায় মাঠের মধ্যে গরু রেখে চোর পালিয়ে যায়। অভিযোগ সূত্রে জানা গেছে, রাতে গোয়াল ঘরে গরু বেঁধে পরিবারের লোকজন ঘুমিয়ে যান। রাত একটা থেকে ৪টার মধ্যে তাদের বাড়ির গেটের এবং গোয়াল ঘরের দুটি তালা ভেঙ্গে গোয়ালে রাখা দুটি ষাঁড় চুরি হয়। এতে প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে গরুর মালিক অভিযোগে উল্লেখ করেছেন। এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …