সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় গাছের ডালে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ

বাগাতিপাড়ায় গাছের ডালে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মহররম হোসেন (৫০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মহররম হোসেন উপজেলার ডুমরাই সরকারপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুরের ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহররম হোসেন ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন এবং নিরিবিলি ও নিঃসঙ্গ থাকতে পছন্দ করতেন। বৃহস্পতিবার সকালে গাছে মহররমের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, ডিপ্রেশনের কারনে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …