সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সহ মাদক কারবারি সুমন আলী (৩০) কে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। বুধবার সন্ধা সাতটার দিকে উপজেলার জিয়ারকোল এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন আলী পার্শবর্তি নাটোর সদর উপজেলার দস্তানাবাদ নওদাপাড়া গ্রামের সাদেক আলী মোল্লার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আবুসেনা জোয়াদ্দার এর নেতৃত্বে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিয়ারকোল এলাকায় অভিযান পরিচালনা করে। সেসময় দেহ তল্লাশি করে চারশ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে পুলিশ।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, গাঁজাসহ আটককৃত সুমন আলীর বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকের এমন অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …