নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ২৯০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল ১১ ই আগস্ট রাত ৯ টার দিকে নাটোর জেলার বাগাতিপাড়া থানা ধানগড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা মিস্ত্রি পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মাহাবুব ইসলাম ৩৫ ও একই উপজেলার নুরনগর ঘোষ পাড়া এলাকার রশিদ আলীর ছেলে শাহিন মিয়া ২২। রেপ ৫সিপিসি ২ নাটোর ক্যাম্প হতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী এর নেতৃত্বে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন গাও পাড়া গ্রামে বুধবার রাত নয়টার দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ২৯০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ ৩৫০ টাকা সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীরা জব্দকৃত আলাম মদ গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করে আসছে। এ ঘটনায় নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …