নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া থেকে গাঁজাসহ রবিউল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান পরিচালনা করে ৭৫০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম উপজেলার সফিপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা ও সংরক্ষণ ও বিক্রির দায়ে রবিউল ইসলামকে ৭৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম জানায়, সে দীর্ঘদিন ধরেই এই মাদকের ব্যবসা করে আসছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় এরপর ভাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …