সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে শারমিন খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে শারমিন খাতুনের বিয়ে হয় একই গ্রামের রবিউল ইসলামের সঙ্গে। সংসারে তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও গত এক বছর ধরে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে শারমিনের পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে শারমিন মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তার স্বামী রবিউল তা দেখে ফেলেন এবং তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর রবিউল বাসা থেকে বেরিয়ে গেলে, শারমিন ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত দয়ারামপুর মজুমদার ক্লিনিক ও পরে ধুপইল লালপুর সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

চলনবিলে শুরু হয়েছে ধান কাটা ও

মাড়াইয়ের মহোৎসব নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরোধান কাটা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *