সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাগাতিপাড়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

বাগাতিপাড়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

সেমিনারে নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয় নাটোর কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা.আল আমিন তান, প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, সহ হোটেল- রেস্তোরা মালিক, ফল ব্যবসায়ী, মিষ্টি/বেকারী মালিক, প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …