নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় নাটোর-১আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল নিজেই জীবানু নাশক স্প্রে করতে বাজারে নেমেছেন। রবিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে জীবাণুনাশক স্প্রে করার মাধ্যদিয়ে করোনা মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি সামাজিক দূরুত্ব মেনে চলতে দোকানের সামনে বৃত্তাকার তৈরি করেন এবং স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ স্থানীয়রা।
এসময় এমপি বকুল বলেন, আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাহির না হওয়ারও পরামর্শ দেন। সরকারের দেয়া সকল নির্দেশনা সকলকে মেনে চলারও আহ্বান জানান তিনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …