নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী’র নিজ উদ্যোগে বাগাতিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজের জীবানু নাশক ব্লিসিং পাউডার বিতরণ করেছেন। শনিবার সকালে উপজেলার তমালতলা বাজার , বিহারকোল বাজার, গালিমপুর মোড় বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় সংক্রমন মোকাবেলায় এই ব্লিসিং পাউডার বিতরন করেন । এছাড়া স্থানীয়দের সাথে নিয়ে তমালতলা বাজারে সংক্রমন ঠেকাতে নিজ হাতে স্প্রে করেন তিনি । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গিয়ে চিকিৎসকদের সাথে করোনা মোকাবেলায় মতবিনিময় করেন।
আব্দুল হাদী সকলের উদ্দেশ্যে বলেন, ২০ মিনিট পরপর গরম তরল পানিয় পান করুন যেমন চা,কফি, সুপ, হালকা গরম পানি ইত্যাদি। প্রতিদিন গরম পানির সাথে লেবু বা ভিনেগার অথবা লবন পানি মিশিয়ে পান করুন।
বাহির থেকে ঘরে প্রবেশের পূর্বে গোসল করে ঘরে ঢুকুন। প্রতিদিনের ব্যবহৃত কাপড় ধৌত করুন, এছাড়া সূর্যের তাপে রাখুন। ধাতু জাতীয় পদার্থে এই জাতীয় ভাইরাস ৯ দিন জিবিত থাকে। তাই যে কোন দরজা, ফ্রিজ, জানালার হ্যান্ডেল স্পর্শ করলে তা ডিটারজেন দিয়ে ধুয়ে ফেলুন। কিছুক্ষন পর পর হাত ধুয়ে ফেলুন সাবান বা ডিটারজেন দিয়ে। বেশি বেশি শাক সবজি খান এবং জিংক সমৃদ্ধ খাবার গ্রহন করুন। ঠান্ডা জাতীয় পানি ও ধুমপান পরিহারের পরামর্শ দেন।এছাড়াও সামাজিক দুরুত্ব বজায় রাখে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাহির না হওয়ারো পরামর্শ দেন তিনি।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …