রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় এডিপির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় এডিপির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২২-২৩ অর্থ বছরের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে  স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সব বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের  সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন  নাটোর-১ আসনের  সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী,উপজেলা আওয়ামী লীগ  সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, প্রমুখ।

এ সময় ২৫ জন কে ২৬ বান্ডিল টিন, ৩ হাজার টাকার চেক,১৬ টি প্রতিষ্ঠানে নবম- দশম শ্রেণীতে ছাত্র ছাত্রীর মাঝে  ৯৬ টি ট্যাব, ১টি চার্জার ভ্যানগাড়ি, ১৫টি সেলাই মেশিন, ১৬ টি হ্যান্ড স্প্রে মেশিন, ৪ টি হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী মধ্যে ২০০টি ফুটবল, বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …