নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২২-২৩ অর্থ বছরের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সব বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, প্রমুখ।
এ সময় ২৫ জন কে ২৬ বান্ডিল টিন, ৩ হাজার টাকার চেক,১৬ টি প্রতিষ্ঠানে নবম- দশম শ্রেণীতে ছাত্র ছাত্রীর মাঝে ৯৬ টি ট্যাব, ১টি চার্জার ভ্যানগাড়ি, ১৫টি সেলাই মেশিন, ১৬ টি হ্যান্ড স্প্রে মেশিন, ৪ টি হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী মধ্যে ২০০টি ফুটবল, বিতরণ করা হয়।