নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। শনিবার সকালে স্যানালপাড়া নিজ গ্রামের মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল এবং করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিকে মুক্তির কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় । করোনার মহামারি ঠেকাতে সামাজিক দূরুত্ব ও সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে লালপুর-বাগাতিপাড়া বাসীকে অনুরোধ জানান এবং সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন শহিদুল ইসলাম বকুল-এমপি। এসময় পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।এছাড়া বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে চিরচেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …