সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বাগাতিপাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উপজেলার লক্ষনহাটি মহল্লার মোজাম্মেল হক এর ছেলে আশিকুর রহমান ওরফে মিন্টু (৩৪)। সোমবার দুপুরে ইউএনও পার্কের ফাস্ট ফুডের নিজ দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই রাকিবুল ইসলাম ও সংঙ্গীও ফোর্স নিয়ে সোমবার দুপুরে উপজেলার ইউএনও পার্কের ফাস্ট ফুডের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় দোকান মালিক আশিকুর রহমান ওরফে মিন্টুর দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে আশিকুর রহমান ওরফে মিন্টুকে আটক করে থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদকের একটি মামলা দায়ের করে থানা পুলিশ।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, আটককৃত মিন্টু একজন মাদক ব্যবসায়ী। ২৫ পিস ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির করা হবে। এছাড়া মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …