রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ইউপিসদস্য পদে উপনির্বাচন

বাগাতিপাড়ায় ইউপিসদস্য পদে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবলপ্রতীকের প্রার্থী রবিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোরগ প্রতীকের প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট। এই উপনির্বাচনে মোট ৩ জনপ্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।


প্রিজাইডিং অফিসার গৌতমকুমার ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণাকরেন। নির্বাচনে ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩৭ জন ও নারী ভোটার ৮৫৫ জন। মোট ভোট পড়েছে ৬১ শতাংশ।

গত ২০২৩ সালের ১২ অক্টোবর তৎকালীন ইউপি সদস্য আব্দুর কাদের মারা গেলে পদটি শ‚ন্য হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …