বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ইউনিয়ন পরিষদ ভবন ও পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় ইউনিয়ন পরিষদ ভবন ও পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবন ও পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ ভবন ও একই ইউনিয়নের তালতলা এলাকায় পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল ।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলি আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা তাঁতি লীগের সভাপতি শামসুজ্জামান মোহন, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নূর আলম সিদ্দিক, ইউপি সদস্য আজিজুল হক প্রমূখ।

জানা যায়, উপজেলা এলজিইডি এর অধিনে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবনটি নিনর্মান করেন ঠিকাদার প্রতিষ্ঠান এমএন ট্রেড নাটোর। এছাড়া মিশ্রিপাড়া থেকে তালতলা এক কিলোমিটার পাকা রাস্তাটি  প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী খ্রীস্টান সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। …