নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও উদ্ধার বিষয়ক মহড়া অনুুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা বাগাতিপাড়ার আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভুমিকম্প ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এবারের দুর্যোগ প্রশমন দিবস এর প্রতিপাদ্য বিষয় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,সহকারি কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ,উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়,মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র স্টেশন ইনচার্জ মঞ্জুরুল আলম,বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, প্রমুখ।পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র একটি চৌকসদল দূর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া শিক্ষার্থী সহ স্থানীয় সাধারণ মানুষকে সচেতায় প্রদর্শন করে।