নিজস্ব প্রতিবেদক:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেণ্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চি বাজার হয়ে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার এর সঞ্চালনায় ইউএনও নিলুফা সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন সহকারী কমিশনার ( ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফরিদা পারভীন প্রমুখ।