নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় এক প্রতিবন্ধী বৃদ্ধার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বৃদ্ধার পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ৩ জুন রাত ২টার সময় উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার রোকেয়া বেগম (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
রোকেয়া বেগম জানান, গত রাতে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।
বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির ইটের দেয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …