নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে গত ১২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে ১১ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।
তাঁরা হলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম, সদস্য নয়েজ মাহামুদ, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, পাঁকা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলম, বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আমিরুল ইসলাম টারজান, আব্দুল মালেক, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আবুল কালাম, রাকিব হোসেন এবং দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরশেদ আলী। বহিষ্কার আদেশে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) ও (ঠ) ধারা মোতাবেক আওয়ামী লীগের পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে তাঁদের বহিষ্কার করা হলো।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বহিষ্কারাদেশের কপি সরাসরি এবং জেলার মাধ্যমে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সকল অভিযুক্তদেকেও ডাক যোগে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারাদেশের কপি পাঠানো হয়েছে। এছাড়া প্রার্থী বাদেও যারা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করছেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …