নিজস্ব প্রতিবেদক:
“বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক, বই নিজে পড়–ন, বই অন্যকে পড়তে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় অমর ২১ শে ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা ক’জন স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ৫ দিনব্যাপী ৩০ তম অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২০ ফেব্রয়ারী) সন্ধ্যায় হাজারটি মোমবাতি প্রজ্জলন, ফানুস উড়িয়ে ওই বইমেলার উদ্বোধন করেন স্ব-শিক্ষায় শিক্ষিত কবি ও লেখক অলোকা ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ।
ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, বাউয়েট এর ইংরেজী বিভাগের সগযোগী অধ্যাপক হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ। এবারের বইমেলায় অংশ নিয়েছে ৪২ টি স্টল । তাছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজনও । মেলা উদ্বোধন শেষে ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
