নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দ। আজ রবিবার দুপুরে শহরে কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এক লিখিত বক্তব্যে জানান, গত ১৪ সেপ্টেম্বর শনিবার বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক ওই দিন সম্মেলন করার ব্যাপারে জোড়ালো আপত্তি তোলেন। এ বিষয়টি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শে পরবর্তীতে সমন্বয় করে সম্মেলন ও কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার(১৩ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ওই সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছিল। কিন্তু সেই স্থগিতাদেশ না মেনে এবং উপজেলা আওয়ামীলীগকে অবহিত না করে নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শনিবারেই (১৪ সেপ্টেম্বর) ওই সম্মেলন করে আতিক হাসান বিদ্যুৎকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন। যা সম্পূর্ণভাবে অসাংগঠনিক ও অবৈধ।
যথা সময়ে গঠনতন্ত্র অনুসারে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের ঘোষণা করা হবে বলে জানান নের্তৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস, সহ-সভাপতিএস এম সাহাদাৎ হোসেন রাজিবসহ নের্তৃবৃন্দ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …