শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় অনুষ্টিত হল সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

বাগাতিপাড়ায় অনুষ্টিত হল সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সমবায় সমিতির দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় সমিতির আওতায় ২৫ জন সদস্যদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে নাটোর জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বড়াল সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ।উপজেলা সমবায় অফিসার জামান ইবনে ফয়জুল কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন। এসময় প্রশিক্ষণার্থীরা তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহন করেন ও সমবায় সমিতিকে আগামী দিনের জন্য বেগবান করার দিপ্ত শপথ গ্রহণ করেন।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …