সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ

বাগাতিপাড়ায় অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বাগাতিপাড়ায় অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাপুর বাজার কমিটির সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই দিন সকালে দোকান খুলতে এসে দোকানীসহ বাজারের লোকজন সোনাপুর বাজার রাস্তার ওপরে অজ্ঞাত ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে হাটের সেড ঘরে শুইয়ে রাখেন। এসময় কিছুসময়ের জন্য একবার তার জ্ঞান ফিরলে তিনি বলেন তার নাম বাবুল মিয়া, তার বাড়ি পঞ্চগড় সদর থানার নতুন বাজার এলাকায়।
তিনি ঢাকায় তার ছেলের বাড়ি থেকে ফেরার উদ্দেশ্যে চান্দুরায় বাসে চড়েন। এ পর্যন্ত বলেই তিনি আবার অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরের দিকে পুলিশ তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে থাকতে পারেন। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার সদ্য যোগদানকৃত ওসি শফিউল আযম খাঁন বলেন, অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …