সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন

বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি গ্ৰামে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা ধর্ষণ চেষ্টা কারি আলালের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।

এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অত্র গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার এবং ধর্ষিতার মা। উল্লেখ্য গত ১ আগস্ট ঈদুল আযহার দিনে সকাল দশটায় উপজেলার গোয়ালকান্দি গ্ৰামে নিজ বাড়িতে ফুফার ধর্ষণচেষ্টার শিকার হয় ৭ বছরের শিশু।

এসময় এ সময় তার চিৎকারে তার মা সহ বাড়ির লোকজন ছুটে আসলে ধর্ষণ চেষ্টাকারী আলাল সেখান থেকে পালিয়ে যায় পরেরদিন শিশুটির বাবা বাগমারা থানায় উপস্থিত হয়ে আলাল এর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এখনও পর্যন্ত ধর্ষক আলাল গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এই মানববন্ধনের আয়োজন করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …