শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাকিতে ৮ পণ্য আমদানির সুযোগ

বাকিতে ৮ পণ্য আমদানির সুযোগ

নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি ও খেজুর এ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। এ সুবিধা ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে। এর আগে ১১ ডিসেম্বর এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …