নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের আয়োজনে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা “আবৃত্তিতে আমার ২১” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি।
ক্লাব এর সভাপতি সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য পাঁচজন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ব্যবসায় প্রশাসন বিভাগের রিফাত তামান্না, দ্বিতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসনা আফরোজ এবং তৃতীয় স্থান অধিকার করে আইসিই বিভাগের শিক্ষার্থী রাহেলা ইসলাম অন্তু।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক, মোঃ মইনুল ইসলাম এবং পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তাগণ বাংলা ভাষার সঠিক ব্যবহার ও গুরুত্ব তুলে ধরেন এবং এর সম্মান রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আরও দেখুন
সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর
ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …