শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাউয়েটের আইন ও বিচার বিভাগের প্রধান হলেন রুমানা

বাউয়েটের আইন ও বিচার বিভাগের প্রধান হলেন রুমানা

শারমিন

 নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং
এন্ড টেকনোলজি’র (বাউয়েট) আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে
নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা। গত ২৮ আগস্ট থেকে
এই আদেশ কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ^বিদ্যালয়
কর্তৃপক্ষ। একই সাথে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট
হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, রুমানা শারমিন বর্ষা ২০২৩ সালে ৯ জুলাই বাউয়েটে আইন ও বিচার
বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিসিপ্লিনের অধীনে পিএইচডি
প্রোপ্রামে অধ্যয়নরত আছেন। এছাড়া তিনি নওগাঁ জেলা বার এসোসিয়েশনের
আইনজীবি।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …