নিজস্ব প্রতিবেদক:
৮ম বারের মতো বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের ন্যায় আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বাউয়েট ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ইউএন এর সহায়তায় এসডিজির ১৭টি লক্ষ্য পূরণে এবারের আয়োজনে ১৫ টি দলের অংশগ্রহনে এবারের প্রতিযোগিতা শুরু হয়। এই হাল্ট প্রাইজকে স্টুডেন্ট নোবেল প্লাটফর্ম হিসেবে আখ্যায়িত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ বাউয়েট এর প্রধান উপদেষ্টা এবং ইসিই অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিচারকদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মির্জা এ এফ এম রাশিদুল ইসলাম, বাউয়েট এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মামুন, সিএসই বিভাগের প্রভাষক বৃষ্টি রানি রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।