শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটে ‘স্কুল ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাউয়েটে ‘স্কুল ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে শুক্রবার দুপুরে বাউয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রবি টেন মিনিটস স্কুল ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। প্রধান অতিথি বলেন, ‘ভবিষ্যতে আরো বড় আয়োজনে এই ধরনের সেমিনার অনুষ্ঠানের পরিকল্পনা আছে।’ অনুষ্ঠানে রবি টেন মিনিটস স্কুলের সিইও আয়মান সাদিক সেমিনারটি পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও আইসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রুবেল বাশার।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে নিবন্ধনকৃত ২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

এছাড়া বেলা ১টায় বাউয়েট ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন ২০১৯’ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

উপাচার্য বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজের চারপাশের পরিবেশ পরিস্কার পরিছন্ন রাখার ব্যাপারে আরও সচেতন হতে হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …