মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটে “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাউয়েটে “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাফিস সাদনান, (বাউয়েট) :
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে পরিচালিত ও নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের উদ্যোগে, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক শিক্ষামূলক সেশন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা ও দায়রা জজ, নাটোর এর চেয়ারম্যান শরীফ উদ্দীন।

অনুষ্ঠানের শুরুতেই আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ভিত্তিতে প্রতিষ্ঠিত জেলা লিগ্যাল এইড অফিস ও নাটোর জেলা লিগ্যাল এইড অফিস সম্পর্কে ২ টি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর বাউয়েট আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম তার স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শরীফ উদ্দীন, আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ করে, বাংলাদেশ সংবিধানের *৩৩ অনুচ্ছেদের কথা স্বরণ করিয়ে দেন। এছাড়া নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, নাটোর, শামসুল আল্-আমীন, যুগ্ম জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১, নাটোর, আনোয়ারুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাটোর, ইসমত আরা তুশি, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), নাটোর।

এরপর জেলা লিগ্যাল এইড অফিসার জনাব ইসমত আরা তুশি, নাটোর জেলার লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম ও বিনামূল্যে আইনী সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিসের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

সভাপতির বক্তব্যে বাউয়েটর মাননীয় উপাচার্য আইন ও বিচার বিভাগ সম্পর্কে তার দুর্বলতা প্রকাশ করেন এবং বাউয়েট এ আগমন করায় মাননীয় বিচারক মহোদয়গণকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্যের শেষে মাননীয় উপাচার্য এ ধরনের সময় উপযোগী সেমিনার আয়োজন করার জন্য আইন অনুষদের সম্মানিত ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান।

এরপর বাউয়েট শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সাথে প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করেন। এসময় বাউয়েট এর মাননীয় রেজিস্ট্রার মহদয়সহ আইন ও বিচার বিভাগ ৫ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী “রুবেল ” দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের জের ধরে প্রশ্ন করেন “নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত মামলায় দ্রুত বিচার প্রদান না করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে”। অতিথিবৃন্দ ধৈর্য সহকারে প্রশ্নগুলো শ্রবণ করেন এবং সাবলীল ভাষায় উত্তর প্রদান করেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নাটোর আব্দুর রহিম, মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক ও যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল্-আমীন বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বাউয়েট এর মাননীয় ট্রেজারার কর্নেল (অবঃ) হামিদুল হক সেমিনার আয়োজন করার জন্য আইন ও বিচার বিভাগ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আরো বলেন আজকের আয়োজন ফলপ্রসূ হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাউয়েট এর মাননীয় রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডীনগন, বিভাগীয় প্রধানগন, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাউয়েট আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোকলেছুন্নাহার, প্রভাষক আইন ও বিচার বিভাগ,বাউয়েট।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …