শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা

বাউয়েটে গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বাগাতিপাড়ায়  বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গণহত্যা দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.)।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ সরকার  গণহত্যা দিবসের স্মৃতিচারণর  করেন। সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর,  আব্দুল আজিজের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.)। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ক্যাম্পাসে রাত সাড়ে দশটায় ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতিকী ব্ল্যাক আউট পালন করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …