রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে সহকারীসহ ট্রাক চালককে নাটোর থেকে আটক

বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে সহকারীসহ ট্রাক চালককে নাটোর থেকে আটক


নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় বাইসাইকেল আরোহী মোজাম্মেল হক বাবু (৪৮)কে চাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাক চালক জাকির হোসেন (২৫)কে তার সহকারী আমির হামজা (২৩)সহ ২৪ ঘন্টার মধ্যে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে সাতাটার দিকে নাটোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃত জাকির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর এলাকার ইয়ার হোসেনের ছেলে এবং সহকারী আমির হামজা একই জেলা এবং উপজেলার গোকুলনগর এলাকার ইয়ার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ২ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টার দিকে নওগাঁ পৌরসভার বরুনকান্দি মোড়ে বদলগাছী গামী রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪ নম্বরের ট্রাক বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে বাইকেল আরোহী নওগাঁ সদরের হরিপুর পশ্চিমপাড়া মহল্লার আব্দুল জব্বারের ছেলে মোজাম্মেল হক বাবুকে ধাক্কা মারে। ট্র্যাকের ধাক্কায় মোজাম্মেল হক বাবু রাস্তার অবস্থায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় চালক ও হেলপার ঘটনাস্থল হতে ট্যাকটি নিয়ে মিঠাপুর এলাকায় ট্র্যাকটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মোজাম্মেল হক বাবুকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মোজাম্মেল হক বাবুকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। কিন্তু রাজশাহী নিয়ে যাওয়ার পথে মোজাম্মেল হক বাবু এ্যাম্বুলেন্সের ভিতর মৃত্যুবরণ করে।

পরবর্তীতে মোজাম্মেল হক বাবুর ছেলে বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।পরবর্তীতে এলাকার লোকজন বদলগাছী থানা পুলিশকে খরব দিলে বদলগাছী থানা পুলিশ উক্ত ট্র্যাকটির ভিতর হতে ১৮ কেজি গাঁজা জব্দ করে এবং বদলগাছী থানা পুলিশ মাদক আইনে একটি মামলা দায়ের করে।ওই মামলায় গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে নাটোর রেলষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …