মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলো শিশুটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়। মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে মারা যায়। বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …