সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলো শিশুটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়। মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে মারা যায়। বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

আরও দেখুন

সরস্বতী পূজা-অধ্যাপক শেখর কুমার সান্যাল সনাতন ধর্ম মতে সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী।

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,তিনি বাগেশ্বরী, বাগ্‌দেবী, বিদ্যাদেবী, বীণাপাণি প্রভৃতি নামে অভিহিতা। প্রজ্ঞা-সুর-সংগীতের দেবী সরস্বতী জ্ঞান ও কলাবিদ্যার …