সাহিত্যি, সংস্কৃতি:
তার তার সাহিত্যিক ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। আর এই নামেই সমাধিক পরিচিতি ছিলেন। ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্ম তার। পারিবারিক ভাবেই প্যারীচাঁদ পেয়েছিলেন সাহিত্যে চর্চার অভ্যাস। প্যারীচাঁদ সমাজহিতৈষী ও সংকৃতি কর্মি। বাঙ্গালি সমাজের কল্যাণে তিনি বহু সংগঠন গড়ে তোলেন।
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় আর মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক চর্চায় ছিলেন তিনি। ১৮৫৮ সালে টেকচাঁদ ঠাকুর নামে প্রকাশ করেন বাংলার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল।
একাধারে তিনি ছিলেন সমাজ কর্মি, সাহিত্যিক ও প্যথিতযশা সাংবাদিক। ১৮৮৩ সালের ২৩ নভেম্বর মৃত্যু হয় এই সাহিত্যিকের।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …