নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এলো বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন টি । ট্রেনটি পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে বিকেলে ৪ টা ২২ মিনিটে এসে পৌঁছায়। ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহীর পথে ছেড়ে যায় ৪টা ৪৭ মিনিটে।
ট্রেনটি ১৫ অক্টোবর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন উদ্ধোধন এর মাধ্যমে ট্রেনটি বেলা ৩ টার সময় ছাড়া হয় । ট্রেনটির উদ্বোধন করেন রেলওয়ে মন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন । ট্রেনটি সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আব্দুলপুর হয়ে রাজশাহীর যাওয়ার কথা থাকলেও পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ফিরে যায়। এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম বলেন, নতুন ট্রেনটি চালুর জন্য এই এলাকার মানুষের জন্য অনেক উপকার হলো। বিকেলে রাজশাহী যাওয়ার কোন ট্রেন ছিলোনা । তিনি আর বলেন, ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার বন্ধ থাকবে ও পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সাপ্তাহিক শনিবার বন্ধ থাকবে ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …