শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু: ভিসাধারীরা যেতে পারবেন ভারতে

বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু: ভিসাধারীরা যেতে পারবেন ভারতে

নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। দুই বছরের বেশি সময় বন্দরটির ইমিগ্রেশন বন্ধ থাকায় শুক্রবার (৮ এপ্রিল) থেকে চালু হয়েছে। নতুন টুরিস্ট ভিসায় এ রুটটি ব্যবহার করে ভারতে যেতে পারবেন ভিসাধারী যাত্রীরা। 

এ বিষয়ে শুক্রবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে আর বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন ভিসাধারীরা।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …