সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় প্রতিনিধিদল এখন নাটোরে

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় প্রতিনিধিদল এখন নাটোরে


নিজস্ব প্রতিবেদক:
পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় প্রতিনিধিদল নাটোরে পৌঁছেছে। আজ রবিবার দুপুর দেড়টায় ৪২ সদস্যের প্রতিনিধিদল নাটোরের রাণীভবানী রাজবাড়িতে পৌছান। এ সময় প্রতিনিধি দলটি রাজবাড়ীর রাজপ্রাসাদ সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে রানী ভবানীর শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহন করেন। ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,স্থানীয় সংসদস্যবৃন্দ,জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল বিকেল ৫ টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে যাবেন। বিকেল সাড়ে ৫ টায় অতিথিবৃন্দ নাটোর উত্তরা গণভবনে কুমার প্যালেসের সামনে সাংস্কৃতিক মিলনমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের শিল্পীবৃন্দ অংশগ্রহন করবেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …