নিজস্ব প্রতিবেদক:
পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় প্রতিনিধিদল নাটোরে পৌঁছেছে। আজ রবিবার দুপুর দেড়টায় ৪২ সদস্যের প্রতিনিধিদল নাটোরের রাণীভবানী রাজবাড়িতে পৌছান। এ সময় প্রতিনিধি দলটি রাজবাড়ীর রাজপ্রাসাদ সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে রানী ভবানীর শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহন করেন। ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,স্থানীয় সংসদস্যবৃন্দ,জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল বিকেল ৫ টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে যাবেন। বিকেল সাড়ে ৫ টায় অতিথিবৃন্দ নাটোর উত্তরা গণভবনে কুমার প্যালেসের সামনে সাংস্কৃতিক মিলনমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের শিল্পীবৃন্দ অংশগ্রহন করবেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …