বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২ প্রস্তুতি পরিদর্শনে পলক

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২ প্রস্তুতি পরিদর্শনে পলক

নিউজ ডেস্ক:

নাটোরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২ প্রস্তুতি পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মেলার ভেন্যু উত্তরা গণভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক মঞ্চ স্টলসহ নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। আগামীকাল নাটোর উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হবে।

এসময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর- নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামী কাল ২৭ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং গৃহ মন্ত্রী রামপ্রসাদ পাল সহ সাংস্কৃতিক প্রতিনিধি দল উত্তরা গণভবন পরিদর্শন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …