সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার পরিকল্পনা ও বাস্তবায়নে এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও বিটিভি নাটোর উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী শরিফুল আলম, বিটিভি নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন সহ উপকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন শেষে মহাপরিচালক উপকেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। পরে তিনি নাটোর সার্কিট হাউজে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …