শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান শি জিনপিং

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান শি জিনপিং

নিউজ ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিংয়ের স্ট্র্যাটেজিক অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করতে প্রস্তুত।

বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস  উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক চিঠিতে তিনি একথা উল্লেখ করেন। শি বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু এবং স্ট্র্যাটেজিক পার্টনার উল্লেখ করেছেন বলে এক ফেসবুক পোস্টে  জানিয়েছে চীনা দূতাবাস।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। যা পারস্পরিক সম্পর্ককে গতিশীল করছে, দুদেশের জনগণের মঙ্গল হচ্ছে।

কোভিড পরিস্থিতি মোকাবিলা করে ’সোনার বাংলা’ অর্জনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জনে চীন অত্যন্ত খুশি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …